অভিনেত্রী ঐশ্বরিয়া রাই করোনাভাইরাস পজিটিভ। Aishwarya Rai Corona Positive |
মুম্বাই শহরের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তাঁর কন্যা অরাধ্য বচ্চন করোনা ভাইরাস পজিটিভ নিশ্চিত হওয়ায় গত জুলাই ১৮ তে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর কিছুদিন আগেই একই উপসর্গ নয়ে ভর্তি হয়েছেন তার শ্বশুর কিংবদন্তী নায়ক অমিতাভ বচ্চন ও স্বামী অভিশেক বচ্চন। টাইমস অফ ইন্ডিয়া শনিবারেই খবরটি নিশ্চিত করেছেন। Bollywood News about Aishwarya Rai Corona Positive.
এই খবরটির প্রকাশের কিছুদিন আগেই রাইয়ের শ্বশুর বাড়ির লোকজন ছাড়াও বলিউডের আরও অনেক সেলিব্রিটিরাও ভর্তি হয়েছেন এই একই হসপিটালে। ইন্ডিয়ার কোভিড -১৯ এর মহামারীতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালটি এখন বলিউড স্টারেই যেন ভরপুর বেশী।
উল্লেখ্য যে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই এবং তার আট বছরের মেয়ে আরাধ্য্যা বচ্চন হসপিটালে ভর্তি হবার আগে বাড়িতেই হোম কোয়ারান্টিনে ছিলেন।
ভারতের শীর্ষ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া বরাতে জানাযায় যে তারা এ শুক্রবারেই এই শীর্ষ বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোর্স: https://in.reuters.com/article/health-coronavirus-india-bachchan/bollywood-star-aishwarya-rai-daughter-hospitalised-for-covid-19-idINKBN24J0A0