Bangladesh Situation Coronavirus After No Lockdown |
করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ক্রমেই সংখ্যাই ভারী হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে যার পরিমানে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। সেকারণে করোনাভাইরাসে বাংলাদেশে মোট মৃত্যুর সংখা ৬৭২ জনে পৌছে গেছে ইতিমধ্যেই। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৩৮১ জন। পহেলা জুন ২০২০ এর দুপুরেই করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসকল তথ্য জানানো হয়। বরাবরের ন্যায় বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।
তিনি বরাবরের মত এবারও করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোনোর সময় হ্যান্ড গ্লোভস পরাসহ অন্যন্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানিয়েছেন।