হায়রে দুনিয়া ! মৃত্যুর কাছে আমরা কত অসহায়। এবার জন্মদাতা মা করোনা আক্রান্ত সন্তানকে জঙ্গলে ফেলে পালালেন । Coronavirus Sad News
করোনা নামের অদৃশ্য ভাইরাসের ভয়ে আমরা সকলেই আজ আতঙ্কিত। সারা পৃথিবী আজ স্তম্ভিত। আমরা স্রষ্টা কে ভয় না পেয়ে সৃষ্টি কে নিয়ে আজ মাতামাতিতে লিপ্ত। যার অনেকাংশেই শিরকের পর্যায়ে পৌঁছাচ্ছে। ফলশ্রুতিতে আল্লাহর রহমত এর বদৌলতে আল্লাহর গজবের পরিমাণ বেড়ে যাচ্ছে। এতদিন দেখেছি সন্তান তার করোনা আক্রান্ত মা-বাবাকে কোন জঙ্গলে বা রাস্তার ধারে অথবা হাসপাতালে ফেলে চলে গেছে। Coronavirus Sad News and Pictures by BDjobsUpdate.com |
কিন্তু এবারের ঘটনাটা একটু ব্যতিক্রম জন্মদাতা মা বাবা করোনাই আক্রান্ত সন্তানকে কিছু টাকা ,পানি এবং পাউরুটি দিয়ে রাতের অন্ধকারে ফেলে গেলেন বাঁশঝাড়ে। প্রতিদিনের মতোই ফজরের সালাত শেষ করে হাঁটছিলেন এক বিদুষী বৃদ্ধ মা। হঠাৎ দূরে কাপড় মোড়ানো কি একটা যেন তার দৃষ্টিগোচর হল। দেখতে পেলেন একজন কিশোর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। উনি প্রতিবেশীদের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে অবগত করলো। প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় দ্রুত এম্বুলেন্স এনে ১৪ বছরের এই বালক কে নেয়া হয় কাশিয়ানী হাসপাতালে। তার সাথে কথা বলে জানা যায় যে তার নাম রাকিব, পিতার নাম – কাওসার শেখ, গ্রাম- মল্লিকপুর, উপজেলা- লোহাগড়া। তার জন্মদাতা মা-বাবা গভীর রাতে তাকে এ বাঁশঝাড়ের মধ্যে রেখে যায়। ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আমরা ছেলেটির আশু রোগ মুক্তি কামনা করছি। আল্লাহ তুমি ছেলেটিকে দ্রুত করোনা মুক্ত করে দাও এবং তাকে নেক হায়াত দান করুন। ছেলেটিকে উদ্ধার কাজে সহযোগীতা প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ।
হে রব! তুমি আমাদের হেদায়েত দান করো ও তোমার নির্দেশিত সঠিক পথে আমাদের পরিচালিত করো। আমিন।
সোর্স: অনলাইন |
good job