DC office, Netrokona job Circular September 2020 | Application Last Date 15 November.
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: জেলা প্রশাসকের কার্যালয়ে, নেত্রকোণা বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর ২০২০ ( DC office, Netrokona job Circular 15 November 2020 ) । জেলা প্রশাসকের কার্যালয়ে, নেত্রকোণা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ। জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরি প্রার্থীদের জন্য সর্বদা সুসংবাদ বয়ে আনে।কারণ জেলা প্রশাসকের অফিসে চাকরি মানেই স্মার্ট আর আকর্ষণীয়। যাহোক, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্র পদে নিম্নে বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত শাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরীকদের নিকট হতে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্ব-হস্তে দরখাস্ত গ্রহন শুরু করেছে।
আপনার যদি এই সরকারী বিজ্ঞপ্তীতে করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকে নতুন চাকুরীর নিয়োগে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন ।
আবেদন সংক্রান্ত জরুরী তথ্য:
■ নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম: DC office, Netrokona।
■ পদের নাম: বিভিন্ন পদে।
■ বিজ্ঞপ্তী প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২০।
■ আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২০।
■ নির্ধারিত বেতন: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ নির্ধারিত বয়স: সর্বোচ্চ ৩০ বৎসর (বিশেষ ক্ষেত্রে ৩২ বছর)।
■ পূর্ব অভিজ্ঞতা: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ কর্মস্থান: নেত্রকোণা।
■ আবেদন প্রক্রিয়া: স্ব-হস্তে আবেদন করতে হবে।
■ বিজ্ঞাপনের উৎস: সমকাল।