Faridpur DC office Job Circular October 2020 | Application Last Date 15 October 2020।
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৮১ টি পদে নিয়োগ ২০২০ ( Faridpur DC office Job Circular October 2020 ) । ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এই কাজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরি প্রার্থীদের জন্য সবসময় জন্য সুসংবাদ বয়ে আনে। কারন, জেলা প্রশাসকের অফিসে চাকরি মানেই আকর্ষণীয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিম্নে উল্লখিত পদসমূহে নিয়োগের লক্ষে সম্পূর্ন স্থায়ীা ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত শাপেক্ষে বাংলাদেশের ফরিদপুর জেলার স্থায়ী নাগরীকদের নিকট হতে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে স্ব-হস্তে লিখিত আবেদনের মাধ্যমে দরখাস্ত গ্রহন শুরু করেছে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়।
আপনার যদি এই সরকারী বিজ্ঞপ্তীতে করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন। উক্ত চাকুরীর নিয়োগে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ।
আবেদন সংক্রান্ত জরুরী তথ্য:
■ নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম: DC office Faridpur।
■ পদের নাম: হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর।
■ বিজ্ঞপ্তী প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২০।
■ আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২০।
■ নির্ধারিত বেতন: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী।
■ নির্ধারিত বয়স: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ পূর্ব অভিজ্ঞতা: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ কর্মস্থান: ফরিদপুর।
■ আবেদন প্রক্রিয়া: প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে স্ব-হস্তে লিখিত আবেদন করতে হবে।
■ বিজ্ঞাপনের উৎস: ডেইলি সান।
| অফিসিয়াল ওয়েবসাইট ।
Tags: DC office Faridpurk Job Circular 2020, DC office Faridpur Job Circular 2021, DC office Faridpur Job 2020, DC office Faridpur Job 2021, DC office Faridpur Job Application, DC office Faridpur Job Circular PDF, Download DC office Faridpur Admit Card, Job in DC office Faridpur 2021, DC office Job circular 2021.