বাংলাদেশ এর সফলতম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিৎ হওয়া গেছে। গত কয়েকদিন মাশরাফির শরীরে জ্বর অনুভত হওয়ায় তিনি গত ১৮ জুন করোনা টেস্টের নমুনা দেন ঢাকার একটি শিশু হাসপাতালের ল্যাবে। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এ জানানো হয়যে তিনি করোনা পজেটিভ। Mashrafe Mortaza Corona Positive |
তবে বর্তমানে তিনি এখনও সুস্থ আছেন। নিজ বাসাতেই আইসোলেশনে থেকে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত ভাবে তিনি একজন ভাল মনের মানুষ তাই আশাকরছি সকলে তার সুস্থথার জন্য দোয়া করবেন।