আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় বারের মতো দেশব্যাপী ‘কুরআনিক ভয়েস’ শিরোনামে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। এ অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিমের ৯৩ নম্বর সুরা ‘আদ-দোহা’ তেলাওয়াত করেন ছোট্ট হুমায়রা। আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ছোট্ট হুমায়রার তেলাওয়াতে মুগ্ধ হয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে মাশরাফি জানান, ‘আমরা নই, কুরআনের হাফেজরাই দেশের পতাকা বিদেশে উড়াচ্ছেন।’ তিনি বলেন, আমাদের দেশের অনেক হাফেজ বিদেশে গিয়ে সম্মান বয়ে আনছেন। আমাদের ক্রিকেটাদের সবাই চেনেন। আমরা কোথাও চ্যাম্পিয়ন হতে পারিনি। অথচ সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যাম্পিয়ন বানিয়ে দেয়া হচ্ছে।
কিন্তু আজ এ দেশের হাফেজরা বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন-রানার্সআপ হয়ে আসছেন। এটি আমাদের জন্য অনেক গর্বের। আমি আশা করি, সবাই পবিত্র কুরআনের হাফেজদেরকে যথাযথ সম্মান দিবেন।
বাংলাদেশ একটি ইসলামিক দেশ।অথচ এই দেশে অনন্য প্রতিযোগিতায় বিজয়ীদের যেভাবে তুলে ধরা হয় তেমনভাবে কিন্তু কোরআনের হাফেজদের তুলা ধরা হয় না।যারা কোরআনের হাফেজ তারাই তো সেরা।তাদের কে আমাদের সকলের সম্মান করা দরকার।কারন তারাই তো আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের মাফ করার জন্য।আসুন সবাই তাদের সম্মান করি।
আপনি খুবই সুন্দর এবং সঠিক কথা বলেছেন। ধন্যবাদ।