Rediant Pharmaceuticals Job Circular October 2020 | Application Last Date 15 October 20.
বিজ্ঞাপনের সংক্ষিপ্ত তথ্য: রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস জব সার্কুলার অক্টোবর ২০২০ ( Rediant Pharmaceuticals Job Circular October 2020 ) । যারা এই সেক্টরে চাকরি করতে ইচ্ছুক ,তাদের জন্য নিঃসন্দেহে এই বেসরকারি ঔষধ কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিটি আনন্দ বয়ে আনবে। কারন এখানে সৎ ও পরিশ্রমীদেরকেই কাজ দেয়া হয়। আর যে কেও চেষ্টা করলে এই সেক্টরে চাকরি পাওয়া ও পরবর্তীতে ভালো করা অবশ্যই সম্ভব। যেমন কেও যদি সৎ উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রম করে, পরবর্তী সময় তার পদন্নোতি বেড়ে যায়। তাছাড়াও আপনি যদি অন্য আরো কোন কোম্পানীতে চাকরি করতে চান তাহলে এই কোম্পানির অভিজ্ঞতা আপনার দরকার পড়বে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস নিম্নে বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত শাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরীকদের নিকট হতে অনলাইনে আবেদনের মাধ্যমে দরখাস্ত গ্রহন শুরু করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
আপনার যদি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস চাকরি করার আগ্রহ এবং যোগ্যতা থাকে তাহলে এই পোষ্টের জন্য নীচের নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে পারেন।
আবেদন সংক্রান্ত জরুরী তথ্য:
■ নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম: Rediant Pharmaceuticals।
■ পদের নাম: Various Posts।
■ বিজ্ঞপ্তী প্রকাশের তারিখ: ০৯ অক্টোবর ২০২০।
■ আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২০।
■ নির্ধারিত বেতন: আলোচনা সাপেক্ষে।
■ নির্ধারিত বয়স: নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
■ যোগ্যতাঃ এইচ.এস.সি / স্নাতক/স্নাতকোত্তর/ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট / বি.এস.সি/ডিপ্লোমা।
■ কর্মস্থান: সমগ্র বাংলাদেশ।
■ আবেদন প্রক্রিয়া: ইমেইল।
■ বিজ্ঞাপনের উৎস: প্রথম আলো।