পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদী করোনায় আক্রান্ত । Shahid Afridi Corona Positive |
পাকিস্থানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদী করোনায় আক্রান্ত হয়েছেন খবরটি শহীদ আফ্রিদী নিজেই তার এক টুইটার বার্তায় জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। টুইটে তিনি বলেন, “গত বৃহঃপ্রতিবার থেকেই শরীরটা ভালো লাগছিলোনা, দেহের মধ্যে বাজে অনুভব হচ্ছিলো এবং অবশেষ টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে, সবাই আমার জন্য দোয়া করবেন”। Shahid Afridi Corona Positive |
উল্লেখ্য যে শহীদ আফ্রিদি কবল পাকিস্তানের একজন ক্রিকেট তারকায় নন, তিনি একজন মুসলীম স্টার। বহু সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে এই মুসলীম তারকার নাম ও ক্ষ্যাতি রয়েছে। কিছুদিন আগেও তিনি সম্পূর্ণ নিজ খরচে এবং স্ব উদ্দেগে নিজের কাধে চাউলের বস্তা নিয়ে গরীব অসহায়ের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সাহায্য পৌছে দিয়েছেন। মূলত করোনা ভাইরাসের এই পরিস্থিতীতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রান দেওয়াতেই করোনা পজিটিভ হয়েছেন শহীদ আফ্রিদী, এমনটাই ধারনা করা হচ্ছে।
এই মহান ব্যক্তিত্যের মানুষটিকে আল্লাহ তায়ালা নিশ্চয় সুস্থতা দান করবেন। আমিন।